দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৪৬ জন মারা গেছেন। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৯৫ জনে।
২৪ ঘণ্টায় ১৫ হাজার ৯৯০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যাদের মধ্যে ৩ হাজার ৪৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ৫২৩ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৫০২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ হাজার ২৪৯ জন।
মৃত ৪৬ জনের মধ্যে ৩৭ জন পুরুষ ও ৯ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে ২১-৩০ বছরের মধ্যে ১ জন, ৩১-৪০ বছরের মধ্যে ৬ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৩ জন, ৫১-৬০ বছরের মধ্যে ১২ জন এবং ৬১-৭০ বছরের মধ্যে ১৫ জন, ৭১-৮০ বছরের মধ্যে ৭ জন, ৮১-৯০ বছরের জন্য ১ জন এবং একজনের বয়স ১০০ বছরের উর্ধ্বে।
আজ শুক্রবার দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু হয়। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়।
Leave a reply