সিলেটের পথে কামরানের লাশ

|

সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। ফাইল ছবি।

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের লাশ তার নিজ শহরে নিয়ে যাওয়া হচ্ছে। সকাল সাড়ে ছয়টায় হাসপাতাল থেকে সব আনুষ্ঠানিকতা শেষ করে সিলেটের পথে রওনা হয়েছে তাকে বহনকারী আ্যাম্বুলেন্স। লাশের সাথে রয়েছেন পরিবারের চার সদস্য।

এর আগে রোববার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিলেটের প্রথম নগরপিতা। তিনি করোনা আক্রান্ত ছিলেন।

বদর উদ্দিন আহমদ কামরানের স্বজন আসিফ রহমান খান যমুনা নিউজকে জানান, গতকাল তার শারীরিক অবস্থা কিছুটা ভালোর দিকে ছিল। কিন্তু রাত চারটার কিছু আগে তারা জানতে পারেন তিনি আর নেই। এভাবে চলে যাওয়াটা তারা কেউ ভাবতে পারেননি।

এদিকে কামরানের জানাজাসহ পরবর্তী করণীয় নির্ধারণে সিলেটের আওয়ামী লীগ নেতৃবৃন্দ সকাল ৯টায় বৈঠকে বসবেন বলে জানা গেছে।

করোনায় কেউ মারা গেলে স্বাস্থ্যবিধি মেনে ও লোকসমাগম না করে তার দাফন ও জানাজা করার নিয়ম রয়েছে। কিন্তু বদর উদ্দিন কামরান ছিলেন সাধারণ মানুষের অতি আপনজন। তাই তার জানাজায় অনেক মানুষই চলে আসতে পারে। এক্ষেত্রে কী করণীয় তা ঠিক করতে সকালে বৈঠকে বসবেন বলে জানান স্থানীয় নেতৃবৃন্দ।

এর আগে, গত পাঁচ জুন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষায় আওয়ামী লীগের সক্রিয় এ নেতার করোনা শনাক্ত হয়। তার আগে গত ২৭ মে তার স্ত্রী আসমা কামরানের করোনা শনাক্ত হয়েছিল। এরপর থেকেই আইসোলেশনে ছিলেন কামরান।

বদর উদ্দিন আহমদ কামরান সিলেট সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ছিলেন। তিনি সিলেট শহর ও মহানগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে জড়িত ছিলেন। কামরান সিলেটের সর্বকনিষ্ঠ কমিশনার ছিলেন। তার স্ত্রী মহিলা আওয়ামী লীগের সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply