বাকি রয়ে গেল সুশান্তের উইশলিস্ট

|

বাকি রয়ে গেল সুশান্তের উইশলিস্ট

বলিউড ব্লকবাস্টার অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার মুম্বাইয়ের বান্দ্রার বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর পর তার বাড়ি থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার করতে পারেননি পুলিশ। তবে সোশ্যাল মিডিয়া ইন্সটাগ্রামে উঠে এসেছে ২০১৯ এ পোস্ট করা অভিনেতার নিজের হাতে লেখা একটি নোট। যেখানে জীবনের ৫০টি স্বপ্নের কথা লিখেছিলেন পর্দার ‘ধোনি’।

কী কী স্বপ্ন দেখতেন সুশান্ত?

সুশান্ত নিজের হাতে ৫০টি স্বপ্নের কথা লিখে একটি উইশলিস্ট তৈরি করেছিলেন। যার ছবি তুলে তিনি ২০১৯ সালে ফেসবুকে পোস্ট করেন।

সুশান্তের এই ৫০টি স্বপ্নের মধ্যে ছিল বিমান ওড়ানো, বাঁহাতে ক্রিকেট ব্যাট করা, ট্রেনে করে গোটা ইউরোপ ঘোরা, ইসরো ও নাসাতে ১০০ জন শিশুকে ওয়ার্কশপের জন্য পাঠানো, প্রত্যেক মহিলাকে আত্মরক্ষার শিক্ষা দেওয়া, শিশুদের নাচ শেখানো, কোনও চ্যাম্পিয়নের সঙ্গে দাবা খেলা, ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর জন্য শিক্ষার্থীদের তৈরি করাসহ আরও অনেক কিছু।

সুশান্তের এই পোস্টের নিচে অনেকেই বিভিন্ন কমেন্ট করেছেন।

কেউ লিখেছেন, ‘অভিনেতা কত ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে জীবনকে দেখতেন।’

কেউ আবার লিখেছেন ‘হাতের লেখা কী সুন্দর।’

কারো আবার এমন মন্তব্য, ‘সুশান্ত নেই সেটা ভাবতেই পারছি না।’

সুশান্তের এই সকল স্বপ্নের দিকে ধীরে ধীরে এগোচ্ছিলেন তিনি। কিন্তু তার আগেই জীবনযুদ্ধে হেরে গেলেন সুশান্ত সিং রাজপুত।

সুশান্তের স্বপ্ন নিয়ে টেনিস তারকা সানিয়া মির্জা এক টুইট বার্তায় বলেছেন, ‘সুশান্ত তুমি তো বলেছিলে একদিন আমার সঙ্গে টেনিস খেলবে। তুমি এত হাসিখুশি, প্রাণবন্ত ছিলে, যেখানে যেতে সেখানেই সবাইকে খুশি রাখতে পারতে। কখনও বুঝতেই দিতে না, এত কষ্ট তোমার। গোটা বিশ্ব তোমাকে মিস করবে। এটা লেখার সময়ও কেঁপে উঠছি আমি। হে বন্ধু ভাল থেকো।’


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply