সুশান্তের মৃত্যু নিয়ে যা বললেন শচীন-কোহলিরা

|

রুপালি পর্দার মহেন্দ্র সিং ধোনি বলা হয় সদ্য প্রয়াত বলি অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে।

ধোনির বায়োপিক ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ তে অভিনয় করে ভারতীয় ক্রিকেটারদের প্রিয় বলি তারকায় পরিণত হয়েছিলেন তিনি।

যে কারণে সুশান্ত সিংয়ের অপমৃত্যুতে ভারতীয় ক্রীড়াঙ্গনে শোকের মাতম একটু বেশি। শোকে স্তব্ধ হয়ে গেছেন কোহলিরা।

রিল লাইফ ধোনির আত্মঘাতী হওয়ার খবর এখনও বিশ্বাস করতে পারছেন না লিটল মাস্টার শচীন টেন্ডুলকার।

টুইটে মাস্টার-ব্লাস্টার লিখেছেন, ‘সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর শুনে আমি স্তম্ভিত। দারুণ প্রতিভাবান তরুণ একজন অভিনেতা ছিলেন। তার পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা। তার আত্মার শান্তি কামনা করি।’

একইভাবে এ খবরে বিস্ময় প্রকাশ করেছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি।

শোক জানিয়ে তিনি টুইট করেছেন, ‘সুশান্ত সিং রাজপুতের ঘটনা শুনে আমি বিস্মিত। খবরটা হজম হতে সময় লাগবে। তার আত্মার শান্তি কামনা করি। এই কঠিন সময়ে ঈশ্বর তার পরিবার-পরিজনদের শক্তি দান করুক।’

রাজপুতের মৃত্যুর খবর শুনে ভারতীয় দলের সাবেক স্পিনার হরভজন সিং টুইটে লিখেছেন, ‘দয়া করে আমাকে কেউ বলুন খবরটা মিথ্যে।’

রোববার দুপুরে বান্দ্রার ফ্ল্যাট থেকে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক ধারণায় আত্মহত্যা বলে মনে করা হলেও পুলিশ বলছে– সুশান্তের ঘর থেকে কোনো সুইসাইডাল নোট পাওয়া যায়নি।

তদন্তের পরই সিদ্ধান্ত নেয়া যাবে কীভাবে মারা গেলেন এই জনপ্রিয় অভিনেতা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply