ডা. রকিব হত্যা: আরও দুই আসামি গ্রেফতার

|

খুলনায় রোগীর স্বজনদের হামলায় ডা. আবদুর রকিব হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। আলোচিত মামলার এজাহারভুক্ত চার আসামির মধ্যে গ্রেফতার হলেন ৩ জন।

এদিকে, হত্যার প্রতিবাদে, শহরের সব ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ রয়েছে। সকাল থেকে অনেক রোগী বিভিন্ন পরীক্ষা করাতে এসে ঘুরে যাচ্ছেন। হঠাৎ সেবা কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা।

তবে, কোভিড-নাইনটিন সংক্রান্ত সব সেবা কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে বিএমএ ও ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশন। এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে সোমবার রাতে ডা. রকিবের ওপর হামলা চালানো হয়। পরদিন মারা যান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply