চ্যাম্পিয়ন্স লিগের কোয়াটার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল এই ম্যাচগুলো পর্তুগালে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে উয়েফা। একইভাবে ইউরোপা লিগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে জার্মানিতে।
চ্যাম্পিয়ন্স লিগের ভেন্যু হিসেবে বাছাই করা হয়েছে পর্তুগালের লিসবন শহরকে। যেখানে বেনফিকার স্টেডিয়াম এস্তাদিও দা লুজ আর স্পোর্টিং লিসবনের মাঠ এস্তাদিও জোসে আলভালাদকে। ১২, ১৩, ১৪ ও ১৫ আগস্ট অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনালের চার মাচ। আর সেমিফাইনালের মহারণ হবে ১৮ ও ১৯ আগস্ট। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ আগস্ট দা লুজ স্টেডিয়ামে।
তবে ৭ ও ৮ আগস্ট শেষ ষোল দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদে- ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ- চেলসি, জুভেন্টাস- লিঁও আর নাপোলি বার্সেলোনার ম্যাচ পর্তুগালে নাকি পূর্ব নির্ধারিত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তা এখনও চুড়ান্ত করেনি উয়েফা।
Leave a reply