ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে ৪ জায়ান্ট ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি আর আর্সেনাল।
আগুয়েরোর হ্যাটট্রিকে ম্যানসিটির জয়
২২ ম্যাচ অপরাজিত থাকার পর গত ম্যাচে লিভারপুলের কাছে ৪-৩ গোলে হারা ম্যান সিটির জন্য এদিন ত্রাতা হয়ে আসেন সার্জিও আগুয়েরো। এই আর্জেন্টাইনের হ্যাটট্রিকে ৩-১ গোলে নিউক্যাসলকে হারিয়েছে সিটি। ৩৪, ৬৩ ও ৮৩ মিনিটে গোল তিনটি করেন আগুয়েরো। সিটির হয়ে এটি আগুয়েরোর একাদশ হ্যাটট্রিক, আর চলতি মৌসুমে দ্বিতীয়। নিউক্যাসলের হয়ে একটি গোল শোধ দেন জ্যাকব মার্ফি।
২৪ ম্যাচে ২১ জয় ও দুই ড্রয়ে ৬৫ পয়েন্ট নিয়ে লিগটেবিলের শীর্ষে সিটি।
বার্নলির বিপক্ষে ইউনাইটেডের কষ্টের জয়
বার্নলির বিপক্ষে ১-০ গোলের কষ্টের জয় পেয়েছে ম্যান ইউনাইটেড। ঘরের মাঠে অতিথিদের শক্ত পরীক্ষা নিয়েছে বার্নলি। ম্যাচের ডেডলক ভাঙ্গে ৫৪ মিনিটে। রোমেলু লুকাকুর পাস থেকে ম্যাচের ভাগ্য গড়ে দেন রেড ডেভিলদের ফরাসী ফরোয়ার্ড এন্থনি মার্সিয়াল।
লিগে টানা তৃতীয় জয়ে ৫৩ পয়েন্ট নিয়ে টেবিলের ২ নম্বরে রয়েছে হোসে মরিনিয়োর দল।
ক্রিস্টাল প্যালেসকে ৪-১ গোলে হারিয়েছে আর্সেনাল
লিগে তিন ম্যাচ পর জয় পেয়েছে আর্সেনাল। ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ক্রিস্টাল প্যালেসকে ৪-১ গোলে হারিয়েছে আর্সেন ওয়েঙ্গার শীষ্যরা। ম্যাচের ২২ মিনিটের মধ্যেই ২ গোল করেন নাচো মনরিয়েল, আর একটি করে অ্যালেক্স আইওবি ও আলেক্সেন্ডার ল্যাকাজ্যাতে। ৭৮ মিনিটে প্যালেসের হয়ে একটি গোল শোধ দেন- সার্বিয়ান মিড ফিল্ডার লুকা মিলিভয়েচিস।
২৪ ম্যাচে ১২ জয় ও ছয় ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে আর্সেনাল।
ব্রাইটনকে বড় ব্যবধানে হারিয়েছে চেলসি
দিনের আরেক ম্যাচে ব্রাইটনকে ৪-০ গোলের বড়ো ব্যবধানে হারিয়েছে চেলসি। জোড়া গোল করেছেন এডেন হ্যাজার্ড। বাকি ২ গোল করেছেন উইলিয়ান আর ভিক্টর মোজেজ। এই জয়ে ২৪ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে উঠে এসেছে ব্লুজ। আর, ব্রাইটন ২৩ পয়েন্ট নিয়ে আছে রেলিগেশন জোনে।
Leave a reply