ভুতুড়ে বিদ্যুৎ বিলের সাথে জড়িতদের বিরুদ্ধে ৭ দিনের মধ্যে ব্যবস্থা

|

অতিরিক্ত বিদ্যুৎ বিল করার সাথে জড়িতদের চিহ্নিত করতে অতিরিক্ত সচিবের নেতৃত্বে টাস্কফোর্স গঠন করা হবে। পাশাপাশি, ৭ দিনের মধ্যে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বৃহস্পতিবার দুপুরে ভিডিও কনফারেন্সে বিতরণকারী কোম্পানিগুলোর সাথে বৈঠকে তিনি এ কথা বলেন। বলেন, কোন অবস্থায় অতিরিক্ত বিল নেয়া যাবে না। ভুতুড়ে বিলের কারণে সভায় বিতরণ কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালকরা দুঃখ প্রকাশ করেন। সভায় আলোচনাকালে অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রদানের বিষয়ে পর্যালোচনা হয়। সিদ্ধান্ত হয়, অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রদান সংক্রান্ত বিষয়টি নিয়ে সংস্থাগুলো আলাদা আলাদাভাবে গণমাধ্যমের মাধ্যমে গ্রাহকদের কাছে ব্যাখ্যা করবেন।

সভায় মানব সম্পদ উন্নয়ন, সোলার বিদ্যুৎ প্রকল্প, পিডিবির বিদ্যুৎ হাব, স্মার্ট মিটারসহ প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে পেপারলেস অফিস করার ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।

ভার্চুয়াল এ সভায় বিদ্যুৎ সচিব সুলতান আহমেদ, পিডিবির চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন, আরইবির চেয়ারম্যান মঈন উদ্দিন, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন এবং দফতর ও কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply