সরকারি করোনা পরীক্ষায় ফি আরোপ; বুথে ২০০, বাসায় ৫০০

|

করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য ফি আরোপ করেছে সরকার। বুথে গিয়ে নমুনা দিয়ে পরীক্ষা করানোর জন্য এখন থেকে ২০০ টাকা লাগবে। একই পরিমাণ টাকা লাগবে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের নমুনা পরীক্ষার জন্যও। আর বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করে পরীক্ষায় খরচ লাগবে ৫০০ টাকা।

সোমবার সরকারিভাবে করোনা পরীক্ষার ফি নির্ধারণ করে পরিপত্র জারি করেছে সরকারের স্বাস্থ্যসেবা বিভাগ। পরিপত্রটি স্বাক্ষরিত হয়েছিল রোববার। পরিপত্রে উল্লেখ করা হয়েছে, করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ আরটি-পিসিআর টেস্টের মাধ্যমে নির্ণয় করা হয়। এত দিন সরকারিভাবে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা বিনামূল্যে করা হচ্ছিল। এর ফলে, কোনো উপসর্গ ছাড়াই অধিকাংশ মানুষ এ পরীক্ষা করানোর সুযোগ গ্রহণ করেছে। অপ্রয়োজনীয় টেস্ট এড়াতে এই ফি নির্ধারণের কথা উল্লেখ করা হয়েছে।

পরিপত্র অনুযায়ী, এ বাবদ আদায় করা অর্থ সরকারি কোষাগারে যাবে। এতে আরও বলা হয়, বীর মুক্তিযোদ্ধা, দুস্থ ও গরিব রোগীদের চিকিৎসাসংক্রান্ত সরকারি আদেশ বহাল থাকবে। আর চিকিৎসা সুবিধা বিধিমালার আওতায় সরকারি কর্মকতা-কর্মচারীদের জন্য চিকিৎসাসংক্রান্ত সুযোগ-সুবিধা বহাল থাকবে।

অবশ্য, সরকারি হাসাপাতালের বেসরকারি হাসপাতালে আগে থেকেই করোনা পরীক্ষার জন্য সাড়ে তিন হাজার টাকা দিতে হচ্ছে। আর বেসরকারিভাবে বাসা থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য লাগছে সাড়ে চার হাজার টাকা।

নতুন করোনাভাইরাস শনাক্তে শুরু থেকেই আরটিপিসিআর পরীক্ষা করা হচ্ছে। এখন দেশের বিভিন্ন জায়গায় ৬৮টি ল্যাবরেটরি চালু হয়েছে। আর এই পর্যন্ত পিসিআরে প্রায় সাড়ে ৭ লাখ নমুনা পরীক্ষা করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply