স্টাফ রিপোর্টার:
চলে গেলেন সাবেক জাতীয় ফুটবলার ও স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য মো. লুৎফর রহমান। সোমবার সকাল পৌনে ৯টার দিকে যশোর শহরের লোন অফিসপাড়ায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আসর বাদ যশোর সম্মিলনী ইন্সটিউশন স্কুল মাঠে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে গ্রামের বাড়ি সদরের ঘুরুলিয়া গ্রামে তাকে দাফন করা হয়।
২০১৮ সালের ডিসেম্বরের শেষ দিকে ব্রেনস্ট্রোক করেন মো. লুৎফর রহমান। এর পর থেকে পক্ষাঘাত রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন এই কৃতি ফুটবলার।
গত বছর জুলাই মাসে অর্থের অভাবে চিকিৎসা করতে পারছেন না এমন খবর প্রকাশিত হয় বিভিন্ন গণমাধ্যমে। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা লুৎফর রহমানের চিকিৎসায় এবং অন্যান্য সহযোগিতা বাবদ ৩০ লাখ টাকা প্রদান করেন।
একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ে ভারতের মাটিতে ঘুরে ঘুরে প্রীতি ম্যাচ খেলে স্বাধীন বাংলা দল। সেই দলে সদস্য ছিলেন লুৎফর। পাশাপাশি হকি দলেরও নিয়মিত খেলোয়াড় ছিলেন তিনি।
Leave a reply