২৪ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি ডুবে যাওয়া লঞ্চ ‘মর্নিং বার্ড’

|

২৪ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি ডুবে যাওয়া লঞ্চ 'মর্নিং বার্ড'

২৪ ঘণ্টা পার হলেও তোলা যায়নি বুড়িগঙ্গায় ডুবে যাওয়া লঞ্চ মর্নিং বার্ড। রাতভর কয়েক দফা চেষ্টা চালালেও লঞ্চটি উদ্ধারে ব্যর্থ হয় ফায়ার সার্ভিস।

নতুন করে সকাল থেকে চলছে উদ্ধার প্রচেষ্টা। উদ্ধারকারী জাহাজ আসতে না পারায় এখন পর্যন্ত ম্যানুয়াল পদ্ধতিতেই লঞ্চটি তোলার চেষ্টা হচ্ছে। এছাড়া লঞ্চের ভেতরে আর কোনো মৃতদেহ আছে কিনা, তা-ও নিশ্চিত হতে পারছেন না উদ্ধারকর্মীরা।

এদিকে মর্নিং বার্ডকে ধাক্কা দেয়া ‘ময়ূর-২’ লঞ্চের মালিক ও চালকসহ ৬ জনকে আসামি করে মামলা হয়েছে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায়।

ডুবে যাওয়া লঞ্চ থেকে উদ্ধার ৩২ জনের মৃতদেহ গত রাতেই, স্বজনদের কাছে হস্তান্তর সম্পন্ন হয়েছে। এ সময় সলিমুল্লাহ মেডিকেলে তৈরি হয় হৃদয়বিদারক দৃশ্যের। সোমবার সকাল নয়টায় সদরঘাটের উল্টো পাশে ডুবে যায় মর্নিং বার্ড।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply