আবুধাবি থেকে ফিরলেন আটকে পড়া ১৫২ বাংলাদেশি

|

করোনাভাইরাসের কারণে আবুধাবিতে আটকে পড়া আরও ১৫২ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।বাংলাদেশি যাত্রীদের বহনকারী ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইট বুধবার সকাল ৮টা ৫০ মিনিটে ঢাকায় অবতরণ করে।

আবুধাবিতে আটকা পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার সুবিধার্থে বাংলাদেশ বিমানবাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে ইউএস-বাংলা এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটের মাধ্যমে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে।

আবুধাবি থেকে আসা সব যাত্রী করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করেছেন।

প্রসঙ্গত, কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে গত প্রায় চার মাস ধরে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে আটকা পড়েছিলেন বাংলাদেশি অনেক নাগরিক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply