প্লাজমা প্রতারক চক্রের মূল হোতা এরশাদ গ্রেফতার

|

প্লাজমা প্রতারক চক্রের মূল হোতা এরশাদ ওরফে এশান (৩৮) কে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে যাত্রাবাড়ীর ধনিয়া বাজার রোডের স্বপ্ন বিলাস কমিউনিটি সেন্টারের আন্ডার গ্রাউন্ড হতে তাকে গ্রেফতার করা হয়।

গত ২১ জুন গ্রেফতারকৃত সুমন ও শুক দেবের তথ্যের ভিত্তিতে এরশাদকে গ্রেফতার করে র‍্যাব।

জানা যায়, করোনায় প্লাজমা চিকিৎসার সফলতা পাওয়া গেলে বিভিন্ন হাসপাতালের পজেটিভ হতে নেগেটিভ হওয়া রুগীর ফোন নাম্বার কালেকশন করে তাদের রক্তের প্লাজমা অসহায় রোগীদের ডোনেশন করার কথা বলে চক্রটি বেশ কিছু দিন ধরে রোগী এবং ডোনারের সাথে প্রতারণা করে আসছিলো। এ বিষয় নিয়ে এনএসআই মিডিয়া উইং তথ্য অনুসন্ধান শুরু করে। পরবর্তীতে গত ২১ জুন দুই প্রতারককে গ্রেফতার করে। আজ সকালে মূল হোতা এরশাদকে গ্রেফতার করা হয়।

এরশাদ ওরফে ঈশানকে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব ৩ এর কার্যালয়ে রাখা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply