এবার সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগান।
বুধবার একে পার্টির এক ভিডিও কনফারেন্সে এ কথা বলেন এরদোগান। খবর আল-জাজিরা’র।
সম্প্রতি এরদোগান কন্যা ও তার জামাতা তাদের চতুর্থ সন্তান জন্ম হওয়ার খবর টুইট করলে সেখানে প্রচুর সমালোচনা ও আপত্তিকর মন্তব্য আসে বিভিন্ন ব্যবহারকারীদের কাছ থেকে। এতেই চটেছেন তুর্কি প্রেসিডেন্ট।
সেইসাথে, সদ্যজন্ম নেয়া শিশুর বিরুদ্ধে যারা নিন্দা করে বেড়াচ্ছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার ঘোষণাও দিয়েছেন তিনি।
এরদোগান বলেন, আমরা এরকম আক্রমণ আগেও পেয়েছি। আর এরকম অনৈতিক আক্রমণ শুধুমাত্র নজরদারীর অভাবেই হচ্ছে। এসব সামাজিক মাধ্যমগুলো পশ্চিমা ধ্যানধারণায় চলে যা আমাদের দেশের ধারণার সাথে যায় না। সুতরাং এগুলো নিয়ন্ত্রণ করা প্রয়োজন।
আল-জাজিরা জানিয়েছে, তুরস্কের সরকার দেশটির ভিন্নমত পোষণকারীদের ওপর চাপ বৃদ্ধি করে যাচ্ছে। সম্প্রতি করোনা ভাইরাস পরিস্থিতিতে সরকারি ব্যর্থতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা পোষ্ট করছেন তারা সরকারের টার্গেট হচ্ছেন। বিরোধী দলীয় নেতা হতে শুরু করে সাংবাদিক, শিক্ষাবিদ ও আইনজীবীরাও সরকারের টার্গেটে পরিণত হয়েছেন তুরস্কে।
Leave a reply