সুনামগঞ্জ প্রতিনিধি
পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিপাতে সুনামগঞ্জে দ্রুত বাড়ছে সুরমা নদীর পানি। শনিবার সকালে সুনামগঞ্জে ষোলঘর পয়েন্টে সুরমার পানি বিপৎসীমার ৫৪সে.মি. উপর দিয়ে প্রবাহিত হয়েছে।
সুরমা নদীর পানি উপচে শহরের উত্তর আরপিননগর, তেঘরিয়া, উকিলপাড়া, কাজিরপয়েন্ট, ষোলঘর, ধোপাখালি, নবীনগর, মধ্যবাজার, জেল রোড, লঞ্চঘাট এলাকায় ঢুকে পড়েছে। এসব এলাকায় সড়ক পানিতে তলিয়ে গেছে। অনেক ঘরবাড়িতেও পানি উঠেছে। পানিবন্ধী হয়ে পড়েছেন স্থানীয় মানুষজন।
এদিকে জেলার তাহিরপুর, জামালঞ্জ, বিশ্বম্ভরপুর, দোয়ারা বাজার উপজেলার নিম্নঞ্চল প্লাবিত হয়েছে।
জেলা শহরের সঙ্গে এখনও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন আছে তাহিরপুর, দোয়ারা বাজার ও জামালগঞ্জ উপজেলার। বন্ধ আছে যানবাহন চলাচলও।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে উজানে বৃষ্টি বন্ধ না হলে পরিস্থিতির উন্নতি হবে না।
Leave a reply