ভারতে করোনা শনাক্ত ১০ লাখ ছাড়াল, মৃত্যু ২৫ হাজার

|

ভারতে করোনা শনাক্ত ১০ লাখ ছাড়াল, মৃত্যু ২৫ হাজার

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা ২৫ হাজারের গণ্ডি টপকে গেছে।

ভারতের মহারাষ্ট্রে সর্বাধিক আক্রান্তের ঘটনা ঘটেছে। রাজ্যটিতে সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৮৪ হাজার ২৮১ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১১ হাজার ১৯৪ জন।

আক্রান্তের নিরিখে মহারাষ্ট্রের পরেই তামিলনাড়ু। দক্ষিণের এই রাজ্যে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার ৩৬৯ জন। রাজ্যগুলোর মধ্যে তৃতীয় স্থানে দিল্লি। রাজধানীতে কমপক্ষে ১ লাখ ১৮ হাজার ৬৪৫ জন করোনা সংক্রমিত হয়েছেন।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের সাম্প্রতিক এক সমীক্ষা রিপোর্ট বলছে, ১ সেপ্টেম্বরের মধ্যে ভারতে করোনায় আক্রান্ত হতে পারেন ৩৫ লাখ মানুষ! শুধু তাই নয়, করোনার সংক্রমণের সঙ্গে সঙ্গে মৃত্যুমিছিলও দ্রুত দীর্ঘ হবে। সমীক্ষা রিপোর্টে আরও বলা হয়েছে, সেপ্টেম্বরের শুরুর দিকেই ভারতে মৃত্যু হতে পারে ১ লাখ ৪০ হাজার মানুষের। তবে যদি করোনা সংক্রমণ ছড়ানোর লাগাম টেনে ধরা যায়, তাহলে হয়তো কিছুটা কমানো যেতে পারে সংখ্যা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply