ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে নিষিদ্ধ জঙ্গি সংগঠন “আনসার আল ইসলাম’র দুই সদস্য গ্রেফতার হয়েছে। তাদের গ্রেফতার করে পুলিশের অ্যান্টিটেররিজম ইউনিট (এটিইউ)।
সোমবার ভোর রাতে তাদের বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদেরকে পুলিশে সোপর্দ করেছে তারা। গ্রেফতারকৃতরা হলো সদর উপজেলার সাগান্না মঙ্গলপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে ইনামুল হক (২৪) ও মসজিদ পাড়া এলাকার মৃত আহম্মেদ আলীর ছেলে সিরাজুল ইসলাম (২৩)।
এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, ২৪টি সিমকার্ড, ৫টি মেমোরি কার্ড এবং বিপুল পরিমাণ বৈদ্যুতিক তারসহ বোমা তৈরির বিভিন্ন উপাদান যেমন, মোবাইল সার্কিট, মোডিফাইড মোবাইলের চার্জার, হোম মেড রিচার্জেবল টর্চ লাইট, মোবাইলের ব্যাটারি, বৈদ্যুতিক সুইচসহ জিহাদি বই ও অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়।
সোমবার দুপুরে ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ সকল তথ্য তুলে ধরা হয়। এ সময় অ্যান্টিটেররিজম ইউনিট (এটিইউ) এর কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান পিপিএম এর সভাপতিত্বে ব্রিফিংয়ে আরও বলা হয়, গ্রেফতারকৃতরা ইসলামি খিলাফাহ প্রতিষ্ঠার লক্ষ্যে জিহাদি কার্যক্রমে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃতরা বেশি শক্তিশালী এক্সপ্লোসিভ বোমা তৈরির বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছে বলেও স্বীকারোক্তি দিয়েছে। তাদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানায়।
ইউএইস/
Leave a reply