মদ খাইয়ে প্রতিবন্ধী কিশোর‌কে দিয়ে ভিডিও তৈরি, আটক ৮

|

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাটে শারীরিক প্রতিবন্ধী এক কিশোর‌কে (দেখতে শিশুর মতো) মদ খা‌ই‌য়ে টিকটকসহ বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অ‌ভিযো‌গে ৮ জন‌কে আটক ক‌রে‌ছে পুলিশ।

রোববার সকাল থে‌কে রা‌ত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। সোমবার বিকেলে তাহিরপুর আমলগ্রহণকারী আদালতে তাদের তোলা হলে বিচারক আসামিদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

এর আগে শনিবার রাতে তাহিরপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন প্রতিবন্ধী শিশুর বড় ভাই। আসামিদের সবার বাড়ি উপজেলার বাদাঘাট ইউনিয়নে। আসামিদের সবাই বয়সে কিশোর।

পুলিশ সূত্রে জানা যায়, গত মাসে এক‌টি ফেসব‌ুক আইডি থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে প্রতিবন্ধী ও ভবঘুরে কিশোর শরিফের ছবি ও একটি ভিডিও আপলোড করা হয়। ওই ভিডিওতে শরিফ জানায়, বাদাঘাটের কয়েক যুবক তাকে জোরপূর্বক মদ খাইয়ে বিভিন্ন রকমের টিকটক ভিডিও তৈরি করে তা ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে। প‌রে বিষয়‌টি আমলে নি‌য়ে গোপ‌নে তদন্ত শুরু ক‌রে পুলিশ। পরে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৮ জন‌কে আটক ক‌রে পুলিশ।

ইউএইস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply