নীলফামারীতে রাজাকারের সন্তান অভিযোগে যুবলীগ নেতাকে বহিষ্কারের দাবি

|

যুদ্ধাপরাধী, খুনি আর রাজাকার নঈম খানের সন্তান দিলনেওয়াজ খানকে নীলফামারীর সৈয়দপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক পদ থেকে বহিষ্কারের দাবি উঠেছে।

সোমবার দুপুরে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট করে বলেছেন, আওয়ামী লীগে কোন রাজাকার, আলবদর, যুদ্ধাপরাধীর পরিবার-পরিজন স্থান পাবে না। কিন্তু এসব অনুপ্রবেশকারী দলের নেপথ্যে থেকে কাজ করছে।

তিনি আরও বলেন- আমরা তাই যুদ্ধাপরাধী, গণহত্যাকারী, ধর্ষক কুখ্যাত নঈম খান ওরফে নঈম গুণ্ডার ছেলে দিলনেওয়াজ খানের বহিষ্কারের দাবি করছি। একইসাথে ওই যুদ্ধাপরাধীর সন্তানকে যারা পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন শহীদ পরিবারের সদস্য অধ্যাপক সাখাওয়াত হোসেন খোকন, প্রকৌশলী একেএম রাশেদুজ্জামান রাশেদ, মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন বেগ, ইউনুস আলী, সরকার কবির উদ্দিন ইউনুস প্রমুখ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply