মানবদেহে নিজস্ব ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু করলো ইতালি। প্রথমধাপে অংশ নিচ্ছেন ৯০ স্বেচ্ছাসেবী।
সোমবার বিষয়টি নিশ্চিত করে জাতীয় সংক্রামক রোগ প্রতিরোধ ও গবেষণা প্রতিষ্ঠান। বলা হয়, জিআরএডি-কোভ২ (GRAd-COV2) ভ্যাকসিনটি নিয়ে কাজ করছে রোমভিত্তিক বায়োটেক প্রতিষ্ঠান রেইথেরা। এর আগে, প্রাণীদেহের ওপর টিকাটির সাফল্য মিলেছে। প্রথমদিনই চারজন স্বেচ্ছাসেবীর শরীরে প্রয়োগ করা হয় টিকা।
বিবৃতিতে বলা হয়, কয়েক সপ্তাহজুড়ে ধাপে-ধাপে বাকিরা অংশ নিবেন স্বেচ্ছাসেবী কার্যক্রমে। জানানো হয় পরবর্তী ধাপের পরীক্ষা চালানো হতে পারে লাতিন আমেরিকায়।
গবেষকদের প্রত্যাশা, আগামী বসন্তে হাতে পাওয়া যাবে ইতালির ভ্যাকসিন। দেশটিতে করোনায় ৩৫ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন; সংক্রমিত আড়াই লাখের ওপর।
জাতীয় সংক্রামক রোগ প্রতিরোধ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক ফ্রান্সেসকো ভায়া বলেন, ইতালি
ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হলো। স্বেচ্ছাসেবীরা ৪ ঘণ্টা চিকিৎসক দলের নিবিড় তত্ত্বাবধানে থাকবেন। এরপর, আগামী তিন থেকে ছয় মাস তাদের রাখা হবে নিবিড় পর্যবেক্ষণে। সবকিছু ঠিক থাকলে, দ্বিতীয় ও তৃতীয় ধাপের পরীক্ষা চালানো হবে বিশ্বের অন্যান্য দেশে।
Leave a reply