কোরআন শরিফ পোড়ানোর জেরে ব্যাপক সহিংসতা হয়েছে সুইডেনের দক্ষিণাঞ্চলীয় শহর মালমোতে। শুক্রবার রাতের ওই বিক্ষোভে অংশ নেয় তিন শতাধিক মানুষ। এসময় পুলিশ ও উদ্ধারকর্মীদের লক্ষ্য করে চলে জ্বালাও-পোড়াও আর ঢিল ছোঁড়ার ঘটনা।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এর আগে বিকেলে অভিবাসী অধ্যুষিত একটি এলাকার কাছে কোরআন পোড়ায় একদল কট্টর ডানপন্থি। ঘটনাটির ভিডিও ধারণ করে অনলাইনেও প্রকাশ করা হয়। এ ঘটনায় ১৩ সন্দেহভাজনের মধ্যে পাঁচজনকে সাম্প্রদায়িক উস্কানির অভিযোগে গ্রেফতারের কথা জানায় পুলিশ। যদিও পরে তাদের সবাইকেই ছেড়ে দেয়া হয়েছে।
Leave a reply