লিভারপুলকে হারিয়ে কমিউনিটি শিল্ড শিরোপা আর্সেনালের

|

মৌসুমের প্রথম শিরোপা কমিউনিটি শিল্ড জিতেছে আর্সেনাল। ফাইনালে তারা টাইব্রেকারে হারিয়েছে বর্তমান লিগ চ্যাম্পিয়ন লিভারপুলকে।

ওয়েম্বলিতে ম্যাচের ১২ মিনিটেই লিড নেয় গানাররা। বুকাও সাকার পাস থেকে দলকে লিড এনে দেন, মাস খানেক আগে এফএ কাপের ফাইনালে জোড়া গোল করা এমেরিক অবামেয়াং। ম্যাচে ফিরতে দ্বিতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষা করতে হয় অলরেডদের। ৭৩ মিনিটে বদলি খেলোয়াড় মিনামিনোর গোলে সমতা ফেরায় ক্লপ শিষ্যরা। নির্ধারিত সময় ১-১ গোলে শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে আর্সেনাল নিজেদের ৫ শট জালে জড়ালেও লিভারপুলের হয়ে গোল করতে ব্যর্থ হন রিয়ান ব্রুস্টার। এই ম্যাচে লিভারপুলকে হারানোর পাশাপাশি তাদের টপকে ১৬ বারের মত কমিউনিটি শিল্ড জিতলো গানাররা। তাদের থেকে বেশি ম্যানচেস্টার ইউনাইটেড ২১ বার কমিউনিটি শিরোপা জিতেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply