লাদাখে ফের ভারতীয় সেনার মৃত্যু, চীন সেনাদের অনুপ্রবেশ নস্যাতের দাবি

|

প্রায় দেড় মাস পরে ফের লাদাখ সীমান্তে ভারতীয় সেনার মৃত্যুর ঘটনা ঘটেছে। লাদাখের প্যাঙ্গন লেকের দক্ষিণ প্রান্ত দিয়ে ফের সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করেছিল চীনা সেনারা। তখন সেনাদের বাধা দিতে গিয়েই ভারতীয় সেনার মৃত্যু হয়। আরেক সেনা আহত হয়েছ। খবর জি নিউজ।

এরআগে গত ৫ জুন রাতে ভারত-চীন সেনাবাহিনীর মধ্যে হাতাহাতি হয়েছিল। সেই ঘটনায় ২০ জন ভারতীয় সেনা মারা যায়।

জানা গেছে, এবার সীমান্তে মারা যাওয়া সেনা সদস্য স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স-এর ছিলেন। তিনি মূলত ছিলেন তিব্বতের।

বার্তা সংস্থা এএফপি জানায়, গালওয়ানে ভারতের ২০ সেনা নিহতের দু’মাস পর ফের, শনিবার এক সহিংসতায় প্রাণ গেছে তিব্বতি বংশোদ্ভূত ভারতীয় সেনার। ৪৮ ঘণ্টার মধ্যে অন্তত দু’বার সীমান্ত বিরোধে জড়ায় চীনা ও ভারতীয় সেনারা।

এদিকে, আজ বুধবার কাশ্মির সীমান্তেও পাকিস্তানী সীমান্তরক্ষীদের সাথে গুলিবিনিময় হয় ভারতীয় বাহিনীর। রাজৌরি জেলায় নিয়ন্ত্রণরেখা এলাকায় এ সহিংসতায় প্রাণ গেছে এক ভারতীয় সেনা কর্মকর্তার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply