স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে ঘরোয়া কিছু উপাদান ব্যবহার করতে পারেন। রান্নাঘরের এই উপাদানগুলো চুলের গোড়া বৃদ্ধি করে চুলকে করে মজবুত ও স্বাস্থ্যজ্জল। আসুন জেনে নেই চুলের বৃদ্ধিতে সহায়ক পাঁচ উপাদান সম্পর্কে।
* পেঁয়াজ:
পেঁয়াজের রসের সাথে দুই চা চামচ মধু মেশান। এর বাজে গন্ধ দূর করার জন্য কয়েক ফোঁটা গোলাপজল মেশাতে পারেন। এই মিশ্রণটি এবার মাথায় লাগিয়ে ৪০-৫০ মিনিট পর ধুয়ে ফেলুন।
* আলু:
২/৩টি আলু ব্লেন্ড করে করে নিন। এতে এক টেবিল চামচ মধু, একটি ডিমের সাদা অংশ এবং সামান্য পানি মিশিয়ে নিন। সবগুলো একসঙ্গে মিশিয়ে মাথা লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
* রসুন:
টাটকা রসুনের রস মাথায় ঘষে ঘষে লাগিয়ে নিন। এটি চুল গজাতে সহায়তা করে।
* ধনেপাতা:
ধনেপাতা পেস্ট বানিয়ে পানিতে মেশান। মিশ্রণটি মাথার ত্বকে লাগিয়ে নিন। এক ঘণ্টা রাখার পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
* গাজর:
কয়েকটি গাজর সেদ্ধ করে নিন। পানিসহ সেদ্ধ গাজর ব্লেন্ড করে নিন। পেস্টটি মাথার ত্বকে লাগিয়ে নিন। ৩০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
Leave a reply