যুক্তরাষ্ট্রে দাবানল: পুড়ে ছাই হাজারো ঘরবাড়ি, মৃত বেড়ে ৩৫

|

যুক্তরাষ্ট্রে দাবানল: পুড়ে ছাই হাজারো ঘরবাড়ি, মৃত বেড়ে ৩৫

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে এখনও অনিয়ন্ত্রিত দাবানল। পুড়ে ছাই হাজারো ঘরবাড়ি, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে।

১০ অঙ্গরাজ্যের শতাধিক স্থানে জ্বলছে আগুন। ক্যালিফোর্নিয়া, ওরেগন আর ওয়াশিংটনে পুড়ে গেছে প্রায় ৫০ লাখ একর ভূমি। ধোয়ায় আচ্ছন্ন মাইলের পর মাইল। এমনকি কানাডার ছয়টি প্রদেশেও ছড়িয়েছে ধোঁয়া।

সোমবার দাবানলে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া সফর করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বন বিভাগ আর পরিবেশ বিশেষজ্ঞদের ভূমিকার সমালোচনা করেন তিনি।

তবে অত্যধিক উষ্ণ ও শুষ্ক আবহাওয়াকেই দাবানলের তীব্রতার কারণ বলে উল্লেখ করেন ক্যালিফোর্নিয়ার গভর্নর। এর পেছনে জলবায়ু পরিবর্তনকে দায়ী করলেন আবারও।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply