স্টাফ রিপোর্টার, নরসিংদী :
নরসিংদীর রায়পুরার মির্জারচরের মেঘনার শাখা নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে উজ্জ্বল মিয়া (২৬) নামে একজনের মৃত্যু হয়েছে। এ সময় নিখোঁজ হয়েছেন আরও দুইজন। রোববার সন্ধ্যায় এ নৌকা ডুবির ঘটনা ঘটেছে। নিহত উজ্জ্বল মিয়া মির্জারচর গ্রামের আক্তার মিয়ার ছেলে।
মির্জারচর নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের সমীবাদ গ্রাম থেকে একটি জেলে নৌকা ৭ জন যাত্রী নিয়ে মির্জারচর ইউনিয়নে ফিরছিলো। মির্জারচর এলাকার মেঘনার শাখা নদীতে পৌঁছার পর হঠাৎ ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় স্থানীয়রা ৫ জনকে উদ্ধার করতে পারলেও কমলা বেগম (৪৫) ও সানজিদা (৮) নামে দুইজন নিখোঁজ হয়। উদ্ধারের পর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর হাসপাতালে নেয়ার পথে উজ্জ্বল মিয়া নামে একজনের মৃত্যু হয়। হতাহতরা সবাই মির্জারচর ইউনিয়নের বাসিন্দা।
মির্জারচর নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. দেলোয়ার হোসেন জানান, ঝড় না থামার কারণে রাতে নিখোঁজদের সন্ধান করা যাচ্ছে না। ঝড় থামার পর বা সকালে নিখোঁজদের উদ্ধার তৎপরতা চালানো হবে।
ইউএইচ/
Leave a reply