রাজশাহীর পবা উপজেলায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে ১১ জন উদ্ধার হলেও এখনও পর্যন্ত দু’জন নিখোঁজ রয়েছে। তারা হলেন, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ’র বিবিএ ৩য় বর্ষের শিক্ষার্থী সাদিয়া ইসলাম সুচনা (২২) ও রিমন (৮)।
তারা ঢাকা থেকে তাদের আত্নীয়ের বাড়ি খোলাবোনা এলাকায় বেড়াতে আসেন। তাদের উদ্ধার করতে কাজ করে যাচ্ছে ডুবুরী দলের দুইটি উইনিটের সদস্যরা।
ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছে, ঢাকা থেকে বেড়াতে আসা ১৩ জন দল ছোট একটি নৌকা নিয়ে পদ্মা নদীতে ঘুরতে বের হয়। বিকেল সাড়ে পাঁচটার দিকে নবগঙ্গা ৫ নম্বর বাধের কাছে স্রোতের তোড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় স্থানীয়রা সাত জনকে উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আরও চারজনকে জীবিত উদ্ধার করে।
Leave a reply