ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলকে উড়িয়ে দিয়েছে অ্যাস্টন ভিলা। ওলি ওয়াটকিসের হ্যাটট্রিকে নিজেদের মাঠে ৭-২ গোলের বড় জয় পেয়েছে ভিলা। তার আগে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৬-১ গোলে হারিয়েছে টটেনহ্যাম হটস্পার।
উড়তে থাকা লিভারপুলকে মাটিতে নামিয়ে এনেছে অ্যাস্টন ভিলা। ২২ মিনিটের মধ্যেই ওয়াটকিসের ২ গোলে এগিয়ে যায় ভিলা। ৩৩ মিনিটে মোহাম্মদ সালাহর গোলে ম্যাচে ফিরলেও সুবিধা করতে পারেনি অল রেডরা। প্রথমার্ধে আরো ২ গোল খায় য়্যুর্গান ক্লপের দল। আর নিজের হ্যাটট্রিক পুরণ করে নেন ওয়াটকিস। দ্বিতীয়ার্ধে রেড ডেভিলদের জালে বল জড়ায় আরও ৩ বার । বিপরীতে মোহাম্মদ সালাহার দ্বিতীয় গোলেই সন্তুষ্ট থাকতে হয় লিভারপুলকে।
তার আগে ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে টটেনহ্যাম হটস্পার । সন হিউং মিন আর হ্যারি কেইন করেন জোড়া গোল।
Leave a reply