রাজধানীর হাতিরঝিলে অজ্ঞাত মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন করেছে পুলিশ।
পুলিশি তদন্তের পর জানা গেছে, নিহতের নাম আজিজুল হক মেহেদী। ইতোমধ্যে এই ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, মেহেদীসহ গ্রেফতারকৃত ৪ জনই পাসপোর্টের দালাল। তারা বিভিন্ন অফিসে জালিয়াতির সাথে জড়িত বলেও জানানো হয়। ভুক্তভোগী মেহেদী কয়েকদিন আগেই চট্টগ্রাম থেকে রাজধানীতে আসে। উদ্দেশ্য ছিল, ঢাকার পাসপোর্ট অফিসে জালিয়াতি করা। এ নিয়ে একটি পক্ষের সাথে দ্বন্দ্বের জের ধরেই খুন হয় মেহেদী। মরদেহ ফেলে দেয়া হয় হাতিরঝিলে।
এই পাসপোর্ট জালিয়াতি চক্রের প্রধান আলাউদ্দিনের সাথে কয়েক মাস আগে পরিচয় হয় নিহত মেহেদীর।
ইউএইচ/
Leave a reply