সড়ক দুর্ঘটনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক নিহত

|

পাবনা প্রতিনিধি:

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ১ শ্রমিক নিহত হয়েছেন ও মারাত্মকভাবে আহত হয়েছেন ৪ শ্রমিক।

বৃস্পতিবার সকালে দাশুড়িয়া-লালন শাহ সেতু মহাসড়কের নতুন হাট গোলচত্বরে মালবাহী ট্রাক উল্টে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ী আকছেদ আলী কদু জানান, নাটোরের বনপাড়া থেকে কুষ্টিয়াগামী ট্রাক (ঢাকা মেট্রো ট ২০-৯৩৪৫) নতুনহাট গোল চত্বরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে একটি ব্যাটারী চালিত অটোবাইকের উপর পড়লে এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, এ ঘটনায় অটোর মধ্যে থাকা ড্রাইভারসহ ৫ জন (অটোর মধ্যে আটকা পড়ে)
মারাত্মক আহত হন। আহত সকলেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন কোম্পানিতে কর্মরত। তারা সবাই কর্মস্থলে যাচ্ছিলো বলে তিনি জানান।

আহতদের মাঝে মোবারক (২৩) ও তরিকুলকে (৪০) রাজশাহী মেডিকেলে স্থানান্তর করা হয় এবং অপর আহত সাগর হোসেন (২৫), খায়রুল ইসলাম (২৬) ও মিনারুল হোসেনকে (২৭) ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহতদের মাঝে মোবারক বিকেলের দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। নিহত মোবারক ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের জগন্নাথপুর পশ্চিমপাড়ার ফজলুর রহমানের ছেলে এবং রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের নিকিম কোম্পানিতে কর্মরত ছিলেন।

চিকিৎসাধীন অপর আহত তরিকুলের অবস্থাও সংকটাপন্ন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply