যুক্তরাষ্ট্রের চরম বিরোধীতা সত্ত্বেও ইরানের ওপর থেকে স্বয়ংক্রিয়ভাবে উঠে গেলো ১৩ বছরের পুরানো অস্ত্র নিষেধাজ্ঞা। রোববার, প্রথম প্রহরে শেষ হয় এ সময়সীমা।
আনুষ্ঠানিক বিবৃতিতে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ১৩ বছর আগে জারিকৃত জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা ১৮ অক্টোবর উঠে গেলো। ফলে, আইনি বাধা ছাড়াই প্রয়োজনীয় অস্ত্র ও সামরিক সরঞ্জাম কিনতে পারবে ইরান। একইসাথে, যেকোনো দেশের কাছে অস্ত্র বিক্রিতেও থাকছে না বিধিনিষেধ।
বিবৃতিতে, ইরানবিরোধী পদক্ষেপ থেকে যুক্তরাষ্ট্রকে বিরত থাকার আহ্বান জানানো হয়। গেলো আগস্টে, নিরাপত্তা পরিষদে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞার সময়সীমা বৃদ্ধির প্রস্তাব দেয়, ট্রাম্প প্রশাসন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ছাড়া সেটি খারিজ করে বাকি সদস্যরা। ২০১৫ সালে, ছয় পরাশক্তির সাথে ‘ঐতিহাসিক পরমাণু চুক্তি’ সই করেছিলো ইরান।
Leave a reply