নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাকে তুলে তরুণীকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। ধর্ষণের শিকার তরুণী নিজেই বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত ট্রাক চালক মেহেদী হাসান ও হেলপার সোহানকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দুপুরে এসিআই কারখানার সামনে থেকে ঐ তরুণীকে উদ্ধার করা হয়। এরআগে, গাজীপুর চৌরাস্তা থেকে মেয়েটিকে তুলে নেয় ট্রাক ড্রাইভার মেহেদী ও হেলপার সোহান। সুযোগ বুঝে তারা মেয়েটিকে ধর্ষণ করে। ট্রাকটি সিদ্ধিরগঞ্জে পৌঁছালে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে। এসময় ট্রাক ফেলে সটকে পড়ে চালক আর হেলপার। রাত ৮টার দিকে অভিযুক্ত ট্রাক চালক মেহেদীকে সিদ্ধিরগঞ্জ পুল এলাকা থেকে আটক করা হয় বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা ওসি আব্দুস সাত্তার। পরে আটক হয় সোহানও। নির্যাতিতা মেয়েটির বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply