ভারতের আপত্তি উপেক্ষা করেই আজাদ কাশ্মিরের গিলগিত-বালতিস্তান অঞ্চলকে প্রদেশের মর্যাদা দেয়ার ঘোষণা দিলো পাকিস্তান। রোববার এ ঘোষণা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের গিলগিত-বালতিস্তানকে বিশেষ প্রদেশের মর্যাদা দিতে দীর্ঘদিন ধরেই তৎপরতা চালাচ্ছিল ইসলামাবাদ। এরই অংশ হিসেবে আসে সিদ্ধান্ত চূড়ান্ত করার এ ঘোষণা। এদিন অঞ্চলটিতে তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, নদীর বাঁধসহ বেশ কিছু প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন ইমরান।
কাশ্মির উপত্যকার নিয়ন্ত্রণ নিয়ে ভারত-পাকিস্তান উত্তেজনা চলছে কয়েক দশক ধরে। চীনের সাথে পাকিস্তানের একমাত্র ভূমিবেষ্টিত এ অঞ্চল, বিতর্কিত কাশ্মির উপত্যকার উত্তরে অবস্থিত। বলা হচ্ছে, পাকিস্তানী সেনাবাহিনী এবং লাদাখ সীমান্তে চীন-ভারত দ্বন্দ্বের পর বেইজিংয়ের চাপেই এ পদক্ষেপ নিয়েছে ইমরান সরকার।
Leave a reply