দিন দিন বাড়ছে বিদ্যুতের দাম। কিন্তু কেন? বিশেষজ্ঞরা মনে করছেন সরকারের ভুল নীতির কারণেই দেশে বাড়ছে বিদ্যুৎ উৎপাদন খরচ। তাই আশপাশের অনেক দেশের তুলনায় এখানে বিদ্যুতের দাম সবচেয়ে বেশি বলে দাবি তাদের।
অবশ্য নীতি নির্ধারকরা বলছেন, জ্বালানি স্বল্পতা আর অবকাঠামোগত কারণে উৎপাদন খরচ খানিকটা বেশি। আর বাড়তি সেই টাকা ভর্তুকি দেয়া হচ্ছে বলে দাবি বিদ্যুৎ বিভাগের। বিদ্যুৎ খাত নিয়ে সাত পর্বের ধারাবাহিকের পঞ্চম প্রতিবেদনে উঠে এসেছে এমনই চিত্র।
বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন এখনো অনেকাংশেই প্রাকৃতিক গ্যাস নির্ভর। যদি বলা হয়ে থাকে ফুরিয়ে যাচ্ছে দেশের গ্যাস। সরকারি হিসেবেই এখনো ৬২ শতাংশের বেশি বিদ্যুৎ তৈরি হচ্ছে গ্যাস থেকেই। বেড়েছে জ্বালানি তেলের ব্যবহারও, প্রায় ৩০ শতাংশ আসছে ফার্নেস অয়েল ও ডিজেল থেকে। কয়লার ব্যবহার নেই বললেই চলে, ২ শতাংশেরও কম।
আন্তর্জাতিক বাজারে টানা প্রায় চার বছর ধরে কমছে তেলের দাম, সেই হিসেবে কমেছের বিদ্যুতের উৎপাদন খরচও। যদিও বিদ্যুতের দাম তো কমেনি, বরং বেড়েছে প্রতি বছর। এখন গড়ে প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন খরচ সাড়ে পাচ টাকার মত। গ্রাহক তা কেনেও প্রায় একই দামে। উৎপাদন খরচের এসব হিসেব নিকেশ নিয়ে আপত্তি আছে বিশেষজ্ঞদের।
ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই মেয়াদে আটবার বিদ্যুতের দাম বাড়িয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন।
যমুনা অনলাইন- এফআর
Leave a reply