নচের মধ্যরাতের ভোটে ট্রাম্পকে হারালেন বাইডেন

|

যুক্তরাষ্ট্রের উত্তেজনাপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনে মধ্যরাতের ভোটে বাইডেনকে জয়ী করেছেন নিউ হ্যাম্পশায়ারের ডিক্সভিল নচের মানুষ। ঐতিহ্য অনুসারে নির্বাচনের সকাল শুরু আগেই মধ্যরাতে ভোট দিয়েছেন নিউ হ্যাম্পশায়ারের ডিক্সভিল নচের মানুষজন।

কয়েক মিনিটের মধ্যে কানাডা সীমান্তের নিউ হ্যাম্পশায়ারের ছোট্ট শহর ডিক্সভিল নচের ভোট গণনাও শেষ হয়। ঐ কেন্দ্রের ৫টি ভোটের সবগুলোই পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। একটি ভোটও পাননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্ক টাইমস।

তবে, এতেই ভেঙে পড়ার কিছু নেই ট্রাম্পের। সবার আগে ভোট দিলেও এই শহরটির ভোটাররা প্রেসিডেন্ট নির্বাচনে সে অর্থে প্রভাব তৈরি করতে পারে না। ২০১৬ সালের নির্বাচনে, কানাডা সীমান্তবর্তী গ্রামীন শহরটির সবগুলো ভোট পেয়েছিলেন হিলারি ক্লিনটন। সেবার ট্রাম্পের কাছে পরাজয় মানতে হয়েছে হিলারিকে।

চলতি বছর, যুক্তরাষ্ট্রে প্রায় ২৪ কোটি নিবন্ধিত ভোটার। অবশ্য, পপুলার ভোট নয়, জয়-পরাজয় নির্ধারিত হবে ৫৩৮ ইলেক্টোরাল ভোটে। কমপক্ষে ২৭০টি ভোট নিশ্চিত করতে হবে জয়ী প্রার্থীকে।

দ্যা গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৪৮ সালে এই শহরে মধ্যরাতে ভোট দেয়ার সংস্কৃতি চালু হয় রেলপথ তৈরির কাজে নিয়োজিত শ্রমিকদের সুবিধার্থে যাদের সকালের আগেই কাজে যোগ দিতে হতো। ১৯৬৪ সাল পর্যন্ত এই ধারা অব্যাহত ছিল। এরপর এটি বন্ধ হয়ে গেলেও ১৯৯৬ সালে ঐতিহ্যের অংশ হিসেবে মধ্যরাতে ভোট দেয়ার রীতি চালু করে ডিক্সভিল নচ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply