বেলারুশ প্রেসিডেন্টের বিরুদ্ধে ইইউ’র নিষেধাজ্ঞা

|

Belarus flag with european union flag, 3D rendering

বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন। শুক্রবার এক বিবৃতিতে নিষেধাজ্ঞার নতুন তালিকা প্রকাশ করেছে ইইউ।

নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বেলারুশের আরও ১৪ কর্মকর্তার নাম। এদের মধ্যে লুকাশেঙ্কোর ছেলে ভিক্টর লুকাশেঙ্কোও রয়েছে। দেশটিতে সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভ দমনে লুকাশেঙ্কো সরকারের ভূমিকার সমালোচনা করে ইইউ। সাধারণ নাগরিক ও গণমাধ্যমকর্মীদের ওপর দমন-পীড়নের অভিযোগও করে জোট।

প্রসঙ্গত, গত মাসেই লুকাশেঙ্কোর ওপর নিষেধাজ্ঞার বিষয়ে ইঙ্গিত দেয় ইইউ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply