তুরস্কের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে পদত্যাগ করতে চাইছেন দেশটির অর্থমন্ত্রী আল বেরাক। তিনি জানান, পায় পাঁচ বছর ধরে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব সামলানোর কারণে তিনি তার পরিবারকে সময় দিতে পারেননি। ফলে তিনি পরিবারকে সময় দেয়াসহ ব্যক্তিগত স্বাস্থ্যের কারণে পদত্যাগ করতে চান।
আল বেরাক এরদোগানের বড় মেয়ে এরসার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ রয়েছেন। এই দম্পত্তির চারটি সন্তান রয়েছে।
তবে এরদোগান এই পদত্যাগ পত্র গ্রহণ করবেন কিনা তা এখনো স্পষ্ট নয়। এর আগে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগপত্রও তিনি গ্রহণ করেননি। ফলে আল বেরাকের পদত্যাগ পত্র গ্রহণ করা নিয়েও সংশয় রয়েছে।
রাজনীতিতে আসার আগে একটি কোম্পানির সিইও ছিলেন আল বেরাক। তিনি ২০১৫ সালে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সদস্য হিসাবে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। প্রথমে তিনি এরদোগান প্রশাসনের জ্বালানী মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি অর্থমন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
ধারণা করা হয় এরদোগান তাকে তার ভবিষ্যৎ উত্তরাধিকারী হিসেবে তৈরি করছেন।
Leave a reply