আত্মহত্যার প্ররোচণার মামলায় গ্রেফতার ভারতীয় সাংবাদিক অর্নব গোস্বামীর জামিন আবেদন বাতিল করেছেন মুম্বাই উচ্চ আদালত।
ভারতের টিআরপি শীর্ষে থাকা রিপাবলিক চ্যানেলের প্রতিষ্ঠাতা তিনি। গত সপ্তাহে গ্রেফতারের পর ১৪ দিনের রিমান্ডে নেয় পুলিশ। তার স্টুডিও’র নকশাকারী স্থপতির আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত তিনি। এছাড়া দায়িত্বরত এক নারী পুলিশ অফিসারকে হেনস্তার অভিযোগেও মামলা হয়েছে তার বিরুদ্ধে।
যদিও সব অভিযোগ অস্বীকার করে বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন ৪৭ বছর বয়সী এই সাংবাদিক। আক্রমণাত্মক বাকভঙ্গির কারণে ভারতজুড়ে ব্যাপক বিতর্কিত ও কেন্দ্রীয় ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ বলে পরিচিত অর্নব।
টিআরপি জালিয়াতির জেরে সম্প্রতি মুম্বাই পুলিশের সাথে দ্বন্দ্বে জড়ান তিনি। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর টক শো পরিচালনার মধ্য দিয়ে বাংলাদেশেও ব্যাপক পরিচিতি পান অর্নব গোস্বামী।
Leave a reply