সুইজারল্যান্ডের জেনেভায় এক টুকরো হীরা বিক্রি হলো ২শ’ ২৫ কোটি টাকায়। বুধবার, ১৪ দশমিক ৮ ক্যারেট ওজনের হীরক খণ্ডটি নিলামে তোলা হয়। সোথেবি নিলাম ঘরে, ডাকই শুরু হয় দেড় কোটি ডলারে।
পরে, ২ কোটি ৬৬ লাখ ডলারে হীরাটি কিনে নেন টেলিফোনে নিলামে অংশ নেয়া এক ক্রেতা। অবশ্য, তার পরিচয় প্রকাশ করেনি নিলাম কর্তৃপক্ষ।
বলা হচ্ছে, বিক্রি হওয়া হীরাটি এ যাবতকালের সবচেয়ে বড় ‘পার্পল-পিংক ডায়মন্ড’। ৯৯ শতাংশ পিংক ডায়মন্ডের আকারই ১০ ক্যারেটের কম হয়। বিরল হীরাটি ২০১৭ সালে রাশিয়ার খনিতে পাওয়া যায়। পরে একটি রুশ ব্যালের নামানুসারে এর নাম রাখা হয় ‘দ্য স্পিরিট অব দ্য রোজ’।
২০১৭ সালে সবচেয়ে বেশি দামে হীরা বিক্রি হওয়ার রেকর্ড হয় হংকংয়ে। ৫৯ ক্যারেটের একটি হীরা বিক্রি হয় ৭ কোটি ১০ লাখ ডলার বা ৬০০ কোটি টাকায়।
Leave a reply