বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে সব থেকে দামি দল গড়েছে খুলনা। ১ কোটি ১৪ লাখ টাকার দল খুলনায় আছেন ‘এ’ ক্যাটাগরির দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। একইসাথে আছেন অভিজ্ঞ ইমরুল, আল আমিন, এনামুল বিজয়, শফিউল, শুভাগতরা।
এছাড়া দলে আরও রয়েছেন শহিদুল ইসলাম, নাজমুল অপু, সালমান হোসেন, জহুরুল, হাসান মাহমুদ, শামিম পাটোয়ারী, আরিফুল হক,জাকির, রিসাদ।
দামি দলের তালিকায় এরপরই আছে বরিশাল। ১ কোটি ১৩ লাখ টাকায় গড়া বরিশাল দলে অধিক্য ঐ বিভাগের স্থানীয় ক্রিকেটারদের। ‘এ’ ক্য্যটাগরির তামিম ইকবালের সাথে আছেন পেসার তাসকিন, রাহি, রাব্বি, সুমন খান। তরুণ আফিফের সাথে এই দলে রয়েছে ইনফর্ম ইরফান শুক্কুর, হৃদয়, সাইফ হাসান, স্পিন সামলাবেন মিরাজ-বিপ্লব, তানভির, সোহরাওয়ার্দি শুভরা।
৫ দলের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ড্রাফটে নিজেদের দল গোছাতে প্রথম ক্রিকেটার বেছে নেওয়ার সুযোগ পায় ঢাকা। ‘এ’ ক্যাটাগরির মুশফিকুর রহিমেই আস্থা রাখে ঢাকা বেক্সিমকো। তবে ঢাকা মিস করলেও, সুযোগ নষ্ট করেনি জেমকন খুলনা। বিশ্বসেরা অলরাউন্ডারকে লুফে নিতে ভুল করেনি তারা।
গাজী গ্রুপ চট্টগ্রামে পেয়েছে মোস্তাফিজুর রহমানকে। তামিমকে বেছে নেয় ফর্চুন বরিশাল। তবে সুযোগ পেয়েও ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে দলে না ভিড়িয়ে মোহাম্মদ সাইফউদ্দিনকে নেয় মিনিষ্টার রাজশাহী।
১ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে বেশ কিছু ইম্পাক্ট ক্রিকেটার পেয়েছে ঢাকা বিভাগ। অভিজ্ঞ মুশফিকুর রহিম, রুবেল হোসেনদের সাথে ইনফর্ম তামিম জুনিয়র, শাহাদাত দিপু, আকবর আলীর মত পারফর্মার আছে দলটিতে। সেই সাথে ৭ ব্যাটসম্যানের দলে আছেন নাঈম শেখ, নাঈম হাসান, ইয়াসির আলী, সাব্বির রহমান, পিনাক ঘোষ। বোলিং আক্রমণে আছেন মেহেদি হাসান রানা, মুক্তার আলী, আবু হায়দাররা।
এদিকে ১ কোটি ২ লাখ টাকা খরচে রাজশাহী যে দল গড়েছে সেখানে সাইফউদ্দীন সবচেয়ে উজ্জ্বল। অভিজ্ঞ মোহাম্মদ আশরাফুল আছেন এই দলে। নাজমুল শান্ত, শেখ মেহেদী, সোহান, ফরহাদ রেজা, আরাফাত সানিরা দলের মূল শক্তি। এছাড়া ফজলে রাব্বি, রনি তালুকদার, আনিসুল ইমন, রেজাউর রহমান, জাকির আলী, রকিবুল হাসান, মুকিদুল ইসলাম, সানজামুল ইসলাম, এবাদত হোসেন আছেন দলটিতে।
চট্টগ্রামে আছেন মোস্তাফিজ, লিটন, মিথুন, সৌম্য, সৈকত, শরিফুল, জিয়া, তাইজুল, নাহিদুল ইসলাম, সৈকত আলী, মুমিনুল হক, রাকিবুল হাসান, সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান জয়, মেহেদী হাসান জুনিয়র।
বিসিবি পরিচালক জালাল ইউনুস জানান, পাঁচটি দলই দারুণ ভারসাম্যপূর্ণ হয়েছে। ৫ দলের এই টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ ও সূচি এখনও চূড়ান্ত হয়নি। তবে প্রস্তুতির জন্য অন্তত ১০ দিন সময় পাচ্ছে দলগুলো সেটি নিশ্চিত।
Leave a reply