পাকিস্তানের মাটিতে জঙ্গিগোষ্ঠীদের অর্থ সহায়তা ভারত দেয় বলে মন্তব্য করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি। শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি এমন দাবি করেন।
কাশ্মির ইস্যুতে দু’দেশের সম্পর্কে টানাপড়েন-উত্তেজনার মাঝে তিনি বলেন, জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে ভারতের কর্মকাণ্ডের তথ্য-প্রমাণ তুলে ধরা হবে।
তিনি আরও বলেন, সন্ত্রাসী গোষ্ঠীদের সাথে ভারতের সরাসরি ও আর্থিক যে সম্পর্ক রয়েছে তার তথ্য প্রমাণ আমাদের হাতে রয়েছে। জাতিসংঘের তালিকাভুক্ত জঙ্গি সংগঠন জামাত উল আহরার, বিএলএ, টিটিপির সাথে তাদের নিবিড় যোগাযোগ রয়েছে। আশা করছি, এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য আন্তর্জাতিক সংগঠনগুলো ভারতের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।
ইউএইচ/
Leave a reply