অস্ত্র মামলায় এমপি হাজী সেলিমের ছেলে বরখাস্তকৃত কাউন্সিলর ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি এ আদেশ দেন। দুই মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে গত শনিবার (১৪ নভেম্বর) তাদের কারাগারে পাঠানো হয়। রোববার আইনজীবী প্রাণনাথ তাদের পক্ষে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তা নামঞ্জুর করেন।
গত ২৬ অক্টোবর ধানমণ্ডি এলাকায় নৌবাহিনী কর্মকর্তাকে মারধর ও প্রাণনাশের হুমকি এবং তার স্ত্রীকে নির্যাতনের অভিযোগে ইরফান সেলিম এবং তাদের তিন দেহরক্ষীর বিরুদ্ধে মামলা করা হয়।
এরপর পুরান ঢাকার বাড়িতে অভিযান চালিয়ে ৩৮টি অত্যাধুনিক ওয়াকিটকি অস্ত্র এবং অন্যান্য সরঞ্জামসহ ইরফান সেলিম ও দেহরক্ষীকে গ্রেফতার করে র্যাব। সে ঘটনায় ভ্রাম্যমাণ আদালত আলাদা অভিযোগে দেড় বছর করে কারাদণ্ড দেন।
Leave a reply