করোনা আতঙ্কে ফের সেলফ-আইসোলেশনে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এক টুইটবার্তায় নিজেই নিশ্চিত করেছেন এ তথ্য।
রোববারের টুইটে বরিস লেখেন, নমুনা পরীক্ষায় নেগেটিভ এসেছে ফলাফল। নেই কোভিড নাইনটিনের কোন উপসর্গও। তবে বৃহস্পতিবার অ্যাশফিল্ডের এমপি লি অ্যান্ডারসনের সাথে তিনি ৩৫ মিনিটের বৈঠক করেন। পরে ঐ কনজারভেটিভ রাজনীতিকের শরীরে শনাক্ত হয় করোনাভাইরাস।
১০ নম্বর ডাউনিং স্ট্রিট থেকে জানানো হয়েছে, মহামারির শিষ্টাচার মানতেই ১৪ দিনের আইসোলেশনে রয়েছেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় বাসভবন থেকেই অনলাইনে প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করবেন তিনি।
গেলো ২৭ মার্চ ৫৫ বছর বয়সী এই রাজনীতিক প্রথমবার করোনা আক্রান্ত হন। সেসময় দীর্ঘদিন হাসপাতালে চলে তার নিবিড় চিকিৎসা।
Leave a reply