ক্যামেরার সামনে শবর

|

ক্যামেরার সামনে শবর

আবারও দেখা যাবে গোয়েন্দা শবরকে। এ খবর বেশ পুরোনো। নতুন খবর হলো, ক্যামেরার সামনে ফিরল জনপ্রিয় এ চরিত্র। অর্থাৎ, শুটিং শুরু হয়ে গেছে। খবর- আনন্দবাজার পত্রিকার।

ঠিক ছিল সোমবার ‘তিরন্দাজ শবর’-এর শুটিং শুরু হবে। তবে পরিচালক অরিন্দম শীল মাঠে নামেন পরের দিন। সোশ্যাল মিডিয়ায় ‘শুভ মহরত’ লেখা ক্ল্যাপস্টিকের ছবি, সঙ্গে ক্যাপশন ‘যাত্রা শুরু’ বুঝিয়ে দিয়েছে ফ্লোরে গেছে ‘শবর’।

শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কোন গল্প ছবির উপাদান?

অরিন্দম জানিয়েছেন, সাহিত্যিকের অপ্রকাশিত উপন্যাস ‘তিরন্দাজ’ অবলম্বনে এ ছবি। তার কথায়, শাশ্বত চট্টোপাধ্যায় এবারেও শবরের ভূমিকায় এবং শুভ্রজিৎ দত্ত তার সহকারী। এছাড়া থাকছেন শঙ্কর চক্রবর্তী, দেবযানী চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, অনির্বাণ চক্রবর্তী, জয়দীপ কুন্ডু, অসীম রায়চৌধুরী। এই ছবি দিয়ে টলিউডে প্রথম পা রাখছেন রম্যাণী।

শীর্ষেন্দুর ওই উপন্যাসে এক ট্যাক্সিচালকের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেই চরিত্রে দেখা যাবে নাইজেল আকারাকে। নাইজেল অরিন্দমের পরিচালনায় এই প্রথম কাজ করবেন।

অরিন্দমের দাবি, চিত্রনাট্য শোনার পর অনেকেই বলেছেন, এই ছবিতে শবর নাকি আগের তুলনায় অনেক বেশি রক্ত মাংসের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply