জন্মলগ্ন থেকেই রাজনীতিতে সন্ত্রাসের আমদানি করে আসছে বিএনপি: কাদের

|

বিএনপি জন্মলগ্ন থেকেই দেশের রাজনীতিতে নৈরাজ্য, হত্যা আর সন্ত্রাসের আমদানি ও চর্চা করে আসছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার সকালে বাসভবনে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, বিএনপির রাজনীতিতে হতাশা আর ব্যর্থতা এতটাই ভর করেছে যে, এখন তারা আর মিথ্যাচার ছাড়া স্বাভাবিক কিছু বলতে পারে না।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্ক রচনা না করে তৈরি করেছে বিভেদ আর অবিশ্বাসের দেয়াল।

ব্রিফিংয়ে করোনার দ্বিতীয় ঢেউ শুরুর আশঙ্কা এবং পূর্বাভাস নিয়ে সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply