রোহিঙ্গা ইস্যুতে বাইডেন সরকার শক্তিশালী পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বুধবার দুপুরে ডিআরইউতে মিট দ্য প্রেসে তিনি আরও বলেন, জলবায়ু, অভিবাসন, বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নতুন সরকারের সাথে ওতপ্রোতভাবে কাজ করবে সরকার।
তিনি জানান, বড় রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক বৃদ্ধি ও সম্পর্ক ধরে রাখতে কাজ করছে সরকার। কোনো দেশের উন্নতি হলে শত্রু বাড়বে, এক্ষেত্রে বিচক্ষণতার সাথে কূটনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নিতে হবে।
মিট দ্য প্রেসে যুক্তরাষ্ট্র থেকে বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদী জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কানাডার বিষয়ে কোনো সুরাহা হয়নি।
ইউএইচ/
Leave a reply