বিশ্বের সবচেয়ে উঁচু আউটডোর লিফট

|

বিশ্বের সবচেয়ে উঁচু আউটডোর লিফট

‘অ্যাভাটার ক্লিফ’। বিশ্বের সবচেয়ে উঁচু আউটডোর লিফট। চীনের ঝাংজিয়াজি পার্কের এ লিফটে চড়ে, মাত্র ৮৮ সেকেন্ডে আরোহীরা পৌঁছে যাচ্ছেন ১ হাজার ফুট উঁচু পাহাড়ের চূড়ায়।

লিফটের বদলে হেঁটে উঠলে যেখানে সময় লাগে কমপক্ষে তিন ঘণ্টা। করোনা পরবর্তী সময়ে চীনে পর্যটনে বিধিনিষেধ উঠে যাওয়ার পর, প্রতিদিন প্রায় আট হাজার মানুষ উঠছেন এ লিফটে; যা আগে ছিল গড়ে ১৪ হাজারের বেশি।

২০০৯ সালে কানাডিয়ান পরিচালক জেমস ক্যামেরন নির্মিত চলচ্চিত্র ‘অ্যাভাটার’ শ্যুটিং হয়েছিল ঝাংজিয়াজি পার্কে। তখন থেকেই বিশ্বজুড়ে পরিচিত হয়ে ওঠে প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর অঞ্চলটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply