শীত বাড়ার সাথে সাথে হাসপাতালগুলোতে বেড়েছে কোভিড-১৯ এর নমুনা পরীক্ষা। ছুটির দিনেও রাজধানীসহ দেশের হাসপাতালগুলোতে ছিলো করোনা পরীক্ষা করাতে আসা মানুষের দীর্ঘ লাইন।
গত প্রায় দুই মাস দেশে করোনায় মৃত্যু ও সনাক্তের সংখ্যা ছিল তুলনামূলক কম। ফলে হাসপাতালগুলোতেও করোনা পরীক্ষার তেমন ভিড় ছিল না। তবে গত কয়েকদিন ধরে করোনায় মৃত্যু ও শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে।
শনিবার সকালে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে দেখা যায় দীর্ঘ লাইন। বেলা ১২ পর্যন্ত নমুনা দেন তারা। লাইনে দাঁড়ানো অনেকেই যান দ্বিতীয় বার নমুনা দিতে। এছাড়ার রাজধানীর বিভিন্ন হাসপাতালেও ছিলো একই চিত্র। এসময় নমুনা সংগ্রহে কিছুটা ধীর গতির অভিযোগ তোলেন লাইনে দাঁড়ানো ব্যক্তিরা।
চিকিৎসকরা বলছেন, করোনার দ্বিতীয় ঢেউয়ে পরিস্থিতি আরও নাজুক হতে পারে। তাই কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ তাদের।
Leave a reply