বয়স ১০ হলেই স্মার্টকার্ড পাবেন একজন নাগরিক। ২০২৫ সালের মধ্যে এ উদ্যোগ বাস্তবায়নে নতুন প্রকল্প হাতে নিয়েছে সরকার। এতে খরচ হবে ১৮শ কোটি টাকা। সকালে, এই প্রকল্প অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক। আগের দফায় এতে বিদেশি ঋণ মিললেও, এবার নিজস্ব উদ্যোগে স্মার্টকার্ড তৈরি ও বিতরণ করবে সরকার।
সকালে, ভিডিও কনফারেন্সে একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় ১০ হাজার ৭০২ কোটি টাকা ব্যয়ে অনুমোদন দেয়া হয় ৭টি প্রকল্প।
পরিকল্পনা কমিশন জানায়, প্রথম ধাপে ৯ কোটি ভোটারকে স্মার্টকার্ড দেয়ার কথা থাকলেও এখন পর্যন্ত দেয়া হয়েছে সাড়ে ছয় কোটি নাগরিককে। তাই নতুন করে বয়সসীমা বেঁধে আইডিএ প্রকল্পের দ্বিতীয় ধাপ সম্পন্ন হবে। আধুনিক করা হবে এনআইডি সার্ভার ও ডেটা সেন্টারও।
এদিকে, কর্মকর্তাদের বিদেশ যাবার প্রস্তাব রেখেই একনেকে অনুমোদন পেয়েছে ১১৬ কোটি টাকার ঘাস চাষ সম্প্রসারণ প্রকল্প। তবে, প্রধানমন্ত্রীর নির্দেশে কিছুটা কাটছাঁট হচ্ছে ঘাস চাষে বিদেশ সফর প্রকল্প।
Leave a reply