বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে বেশ কিছুদিন আগেই কাতার পৌঁছে অনুশীলন করছে বাংলাদেশ ফুটবল দল। করোনা পজেটিভ হওয়ায় দলের সাথে যেতে পারেননি জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে। দলের দায়িত্ব এখন সহকারী কোচ স্টুয়ার্ডের হাতে। তবে জেমি ছাড়া এই গুরু দায়িত্ব সে কতটা সঠিকভাবে পালন করতে পারবেন এই বিষয় নিয়ে বেশ চিন্তিত বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন।
বিকেলে, বাফুফে ভবনে সাংবাদিকদের তিনি জানান কাতারের বিপক্ষে ফুটবলারদের কাছে তেমন কিছু আশা করছেন না তিনি। এর কারণ কাতার এশিয়ার সেরা ফুটবল দল। তাদের বিপক্ষে বাংলাদেশের জয় পাবার কথা চিন্তাই করা যায় না। তবে ফুটবলাররা ভালো খেলুক তেমনটাই চান বাফুফে বস।
তবে বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে ভারত ও আফগানিস্তানের বিপক্ষে যে ম্যাচ দুটি খেলার কথা রয়েছে সেগুলোতে জয় ছাড়া আর কিছুই ভাবছে না কাজী সালাহউদ্দিন। তিনি বলেন প্রয়োজন হলে ক্লাব গুলোর সাথে কথা বলে বেশ কিছুদিন আগে থেকেই টিম প্যাকটিস শুরু করার ব্যাবস্থা করবে বাফুফে।
এছাড়া, জাতীয় দলের জন্যা একজন পেইড ম্যানেজার রাখবে বাফুফে। ফুটবল খেলোয়াড় না হলেও চলবে কিন্তু সব কিছু সঠিকভাবে ম্যানেজ করতে পারেব।
আগামী চার ডিসেম্বর কাতারের মুখোমুখি হবে জামাল ভূঁইয়াদের বাংলাদেশ।
Leave a reply